রাশিয়া আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে ফিনল্যান্ড
প্রকাশিত : 05:08 PM, 23 June 2022 Thursday

ফিনল্যান্ডের সেনাবাহিনীর প্রধান জেনারেল তিমো কেভিনেন বলেছেন, রাশিয়ার আক্রমণের কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে ফিনল্যান্ড। তিনি আরও বলেছেন, যদি রাশিয়া ফিনল্যান্ডে হামলা করে তাহলে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।
একটি সাক্ষাৎকারে ফিনিশ সেনাপ্রধান আরও বলেছেন, ফিনল্যান্ডের নাগরিকরা যুদ্ধ করতে প্রস্তুত। আমরা যথেষ্ঠ পরিমাণ অস্ত্র মজুদ করেছি। তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হলো একজনের কান, যেটি ইউক্রেন যুদ্ধে প্রমাণিত হয়েছে।
ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উচ্চতর সামরিক প্রস্তুতি নিয়েছে। তিনি আরও বলেন, আমরা ধারাক্রমে আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছি। যুদ্ধাস্ত্র, সেনা এবং বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করেছি এরকম যুদ্ধের কথা মাথায় রেখে, যেটি এখন ইউক্রেনে হচ্ছে। ফিনিশ সেনাপ্রধান দাবি করেছেন, ইউক্রেনে রুশ সেনারা সাফল্য পাচ্ছে না।
ইউক্রেনের বিরুদ্ধে তাদের তুমুল লড়াই করতে হচ্ছে। ফিনল্যান্ডেও যদি রাশিয়া আক্রমণ করে তাহলে একই রকম অবস্থা হবে। তিনি বলেন, রুশদের জন্য ইউক্রেকে হজম করার বিষয়টি যেমন কঠিন হচ্ছে ফিনল্যান্ডেও সেই একই রকম হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।