রামেকের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু
প্রকাশিত : 12:09 PM, 4 August 2022 Thursday

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে করোনায় মৃতরা হলেন, রাজশাহী নগরীর কাশিয়াডাঙা থানার ফিরোজা বেগম (৯২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার সরুতন নেসা (৯০)। এছাড়া উপসর্গ নিয়ে নওগাঁ জেলার রানীনগর উপজেলার আব্দুল গোফুর (৬০) মারা যান।
তিনি আরও বলেন, বর্তমানে সেন্ট্রাল অক্সিজেন যুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা রয়েছে। সেখানে বুধবার নতুন কোনো রোগী ভর্তি হননি। বর্তমানে ১১ রোগী ভর্তি আছেন।
বুধবার রামেক মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ৬.৭ দশমিক ৫৭ শতাংশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।