জাবিতে ৩৯ বছরের শফিক, লক্ষ্য ইংরেজি বিভাগ
প্রকাশিত : 01:15 AM, 1 August 2022 Monday

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা শেখ শফিক। ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ থাকলেও মেধাবী শফিকের পড়াশোনা বন্ধ হয়ে যায় স্কুল পেরোনোর পরেই। ২০০৪ সালে এসএসসি পাশ করার পর পারিবারিক টানাপোড়েনের জেরে থমকে যায় শফিকের শিক্ষাজীবন। তবে, শফিক থমকে যাননি। নিজের ইচ্ছাশক্তি আর অধ্যাবসায়কে পুঁজি করে নিয়মিত হয়েছেন শিক্ষাজীবনে।
পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার একযুগ পর পুনরায় শিক্ষাজীবনে নিয়মিত হওয়ার পথচলা শুরু হয় শফিকের। ২০১৮ সালে আবারও বসেন মাধ্যমিক পরীক্ষায়। নিজ বিদ্যাপীঠের সর্বোচ্চ ফলাফল জিপিএ ৪.৬৮ নিয়ে পার হন মাধ্যমিকের গণ্ডি। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নে সাধারণ শাখায় ড. এনামুল হক কলেজের মানবিক বিভাগে ভর্তি হন। সেখান থেকেই অংশ নেন উচ্চ-মাধ্যমিক পরীক্ষায়। ২০২০ সালে জিপিএ ৪.৮৩ নিয়ে ৩৭ বছর বয়সে এইচএসসি পাশ করেন শেখ শফিক। এরপর ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী শেখ শফিকের লক্ষ্য আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। জাবির এর আগের শিক্ষাবর্ষের (২০২০-২১) ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন শফিক, মেধাতালিকায় অর্জন করেছিলেন ৩৩৮তম স্থান। সেবার শফিকের সুযোগ মেলেনি ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার। তবে হাল ছাড়তে রাজি নন শফিক। ইংরেজি বিভাগে পড়ার জেদ নিয়েই আবারও পরীক্ষায় বসেছেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ার এই জেদের কারণ নিয়ে জানতে চাইলে শফিক বলেন, ছোটোবেলা থেকে ইংরেজি ভাষার প্রতি একটি সহজাত টান অনুভব করতাম। ভালো লাগে ইংরেজি সাহিত্য। সবকিছু মিলেই তাই জেদটাও রয়ে গেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।