কেন্দুয়ায় বন্যার পানিতে নৌকা ডুবি, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের
প্রকাশিত : 12:23 PM, 22 June 2022 Wednesday

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বন্যার পানিতে ডিঙ্গি নৌকা ডুবে গেলে মেয়েকে বাঁচাতে পানিতে ডুবে প্রান গেল এক মায়ের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে । স্হানীয় সূত্রে জানা গেছে, বন্যাকবলিত জুড়াইল গ্রামে পানি উঠায় ছেলে মেয়েসহ ৮ জন বাড়ির সামনের হাওরে ডিঙ্গি নৌকায় উঠে ঘুরতে যাচ্ছিল। এতে হারেছ মিয়ার ৭ বছরের স্কুল পড়ুয়া মেয়ে তানজিনা আক্তার নৌকায় ছিল। হঠাৎ নৌকা উল্টে যায়, নৌকাতে থাকা হারেছ মিয়ার স্ত্রী জুলেখা আক্তার ( ৩৮) মেয়েকে বাঁচাতে মেয়েকে এক হাতে আর ভাতিজিকে আরেক হাতে ধরে রেখে পানিতে হাবু ডুবু খাচ্ছিল।
এক পর্যায়ে পানির স্রোতের সাথে লড়াই করে পানিতে ডুবে যায় জুলেখা । স্হানীয় লোকজন নৌকা নিয়ে মেয়ে সহ সবাইকে বাঁচাতে পারলেও জুলেখাকে পানিতে খোঁজাখুজি করে মৃত অবস্হায় উদ্ধার করে। নৌকায় থাকা সেলিম নামে এক কিশোর আহত হয়। তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মায়ের লাশে জড়িয়ে মেয়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এঘটনার সত্যতা নিশ্চিত করে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার জানান, বন্যার পানিতে ছোট্ট ডিঙ্গি নৌকায় ছেলে মেয়েসহ ৮ জন ছিল। হঠাৎ উল্টে গেলে সবাই পানিতে পড়ে যায়।
জুলেখা সংগে সংগে মেয়েকে বাঁচাতে হাতে ধরে রেখে মেয়েকে বাঁচালেও মা পানির স্রোতে ডুবে যায়। স্হানীয়রা গিয়ে উদ্ধার করে। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও মাহমুদা বেগম, ওসি মো.আলী হোসেন ঘটনাস্হল পরিদর্শন করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক গণঅধিকার'কে জানাতে ই-মেইল করুন- dailyganoadhikar@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক গণঅধিকার'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।